গত পাঁচ বছর আগে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই দৃশ্যটা নিশ্চয়ই মনে আছে বার্সেলোনার সমর্থকদের। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২-২ গোলে সমতায় ছিল বার্সা। জর্দি আলবার পাস থেকে ম্যাচের শেষ কিকে গোল করে স্কোরবোর্ড পাল্টে দেন লিওনেল মেসি। ৩-২ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় বার্সা। গায়ের জার্সিটা খুলে রিয়াল সমর্থকদের দিকে উঁচিয়ে ধরেছিলেন মেসি। যেন বোঝাতে চাচ্ছিলেন, দেখে নাও, গোলটা কার!
তখন মেসির জার্সিটা কি রিয়ালের দু-একজন সমর্থকের পেতে ইচ্ছা করেনি? বার্সার হয়ে সেটি ছিল তার ৫০০তম গোল। সরাসরি না বললে সম্ভবত ভুল হবে। খেলোয়াড়টির নাম যেহেতু মেসি, শুধু রিয়াল কেন, পৃথিবীর যেকোনো দলের সমর্থকই তো তার ৫০০তম গোলের স্মারক জার্সিটি পেতে চাইবেন।
কানাডার নাগরিক অনিশ কানাবার তেমনই এক ফুটবলভক্ত। ২০১৭ সালের এপ্রিলে বার্নাব্যুতে মেসির উঁচিয়ে ধরা সে জার্সিটা এখন তার সংরক্ষণে। এখন তো তারকাদের জার্সি সংরক্ষণে থাকলে তা নিলামে তুলে অনেকেই দু-পয়সা আয় করছেন।
কিন্তু অনিশ কানাবার অন্য ধাতে গড়া মানুষ। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘লা নাসিওন’কে নিজের ইচ্ছাটা বললেন অনিশ, খুব টাকার দরকার না পড়লে এই জার্সি আমি বেচব না। সারা জীবন নিজের কাছে রাখতে চাই। বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগোয় বসবাস করা ২৪ বছর বয়সী অনিশের কাছে জার্সিটা আসার আগে আরও দুবার হাতবদল হয়। জানা গেছে, সাড়ে চার লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ২১ লাখ টাকা) খরচ করে জার্সিটি কিনে নেন তিনি।